কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

“আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি।

আরো পড়ুন :
যশোর বিমান বন্দর আন্তর্জাতিকে উন্নীতকরণে প্রক্রিয়াধীন: প্রতিমন্ত্রী
পাবনা সদর উপজেলায় ৪৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিলা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, সহকারি শিক্ষক বাবুল আক্তার, পৌর কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী অহনা বিশ্বাস প্রমূখ। এসময় শিশু শিক্ষার্থী-অভিভাবক সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর  ৩০.২০২১ at ১৮:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমরা/রারি