শার্শায় ক্লিনিক থেকে চুরি হওয়া শিশু ২০ দিন পর উদ্ধার করল পিবিআই

যশোরের শার্শার নাভারণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে চুরি হওয়া নবজাতক কন্যা ২০ দিন পর উদ্ধার করেছে পিবিআই পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবজাতকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাজমা খাতুন নামে এক নারীকে হেফাজতে নিয়েছে পিবিআই পুলিশ।

যশোর পিবিআই’র পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শার্শার নাভারণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ৯ সেপ্টেম্বর দুপুরে একদিনের নবজাতক চুরি হয়। এ ঘটনায় ওই দিন শার্শা থানায় মামলা হয়। ঘটনার পর থেকেই মানবিক কারণে পিবিআই স্বেচ্ছায় মামলাটি তদন্ত করে। একপর্যায়ে পিবিআই জানতে পারে ঝিকরগাছার বাঁকড়া এলাকার একটি বাড়িতে চুরি হওয়া ওই নবজাতকটি রয়েছে।

আরো পড়ুন:
মতলব উত্তরে ১’শ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে নাসিমার বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করে। এ সময় নাসিমাকে হেফাজতে নেয়া হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে। নবজাতক চুরির সাথে জড়িত মূল আসামি এখনো আটক হয়নি। মূল আসামি আটকের পর বিস্তারিত জানা যাবে। উদ্ধারকৃত নবজাতককে আদালতের মাধ্যমে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হবে।

সেপ্টেম্বর ২৯.২০২১ at ১৫:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএও/জআ