তাড়াইলের কাইকনা পদ্মবিল সংরক্ষণে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাইকনা বিলের পদ্মবিল সংরক্ষণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর কাইকনা পদ্মবিল সংরক্ষণে রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বেঙ্গল প্ল্যান্টস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব সুহেল ইমাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক শামীম আলম, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, উপজেলা ভুমি কর্মকর্তা মনোনিতা দাস, তাড়াইল থানা অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার, উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুয়েল মিয়া, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান আজহার, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাপ ভুঁইয়া ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মহাজনসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরো পড়ুন :
প্রতিবন্ধী ছেলের জন্য হুইলচেয়ার চেয়ে কাঁদলেন অসহায় মা
এ.এস.আই সারোয়ার জাহানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

এসময় বক্তারা বলেন, তাড়াইলের মনোমুগ্ধকর পদ্মবিলটি সংরক্ষণে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। দৃষ্টি নন্দন এ বিলটি সংরক্ষণ করলে দূর-দূরান্ত থেকে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে।

সেপ্টেম্বর  ২১.২০২১ at ২৩:১৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শই/রারি