কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঋণ বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড স্বল্প সুদে বীর মুক্তিযোদ্ধাদের ঋণ বিতরণ করেছে। এ উপলক্ষে রোববার ব্যাংকটির কালীগঞ্জ শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু এবং ঝিনাইদহ ও মাগুরা অঞ্চলের সোনালী ব্যংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ইকবাল কবির। ঋণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ম্যানেজার কামাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইমারি শিক্ষক জগদিশ চন্দ্র দেবাদী, মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা হেলাল সর্দার। আরও ছিলেন আনোয়ার হোসেন মুন্সী।

আরো পড়ুন :
মঙ্গলে দেড় ঘণ্টা ভূমিকম্প : রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

অনুষ্ঠানে জানানো হয় ব্যাংকটি মাত্র সাত শতাংশ সুদে মুক্তিযোদ্ধারা এই ঋণ নিতে পারবেন। ব্যাংকটি প্রত্যেক মুক্তিযোদ্ধাকেই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋন প্রদান করবে। কালীগঞ্জ উপজেলায় ২৮৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। এর আগে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিত ব্যাংকটি।

সেপ্টেম্বর  ২১.২০২১ at ১৯:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বেহুবি/রারি