সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৪ জন শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাব চত্বরে এক শ্রমিক সমাবেশের আয়োজন করে। এসময় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করাসহ ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য বক্তব্য উপস্থাপন করা হয়।

শ্রমিক সমাবেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ এর যুগ্ম সমন্বয়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দল এর সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্কপ এর যুগ্ম সমন্বয়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি কমরেড শহিদুল্লাহ চৌধুরী, জাতীয় শ্রমিক জোট সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, বাংলাদেশ লেবার ফেডারেশন এর সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, শামিম আরা, প্রকাশ দত্ত, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল, জাতীয় শ্রমিক লীগ এর ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন ও সফিউল আলম ভুলুসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো পড়ুন :
কুষ্টিয়ায় জেলের জালে ধরা পড়লো বিষাক্ত ‘চন্দ্রবোড়া’
ধর্ষন মামলার আসামী বিএনপি নেতা

সমাবেশ শেষে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ এর প্রতিনিধি দল শ্রমিকদের দাবী আদায়ের বিষয়ে বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। সচিবালয়ের গেটে স্মারকলিপিটি গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু হাসনাত মোঃ মঈন উদ্দিন এবং সহকারী একান্ত সচিব সাহাবুদ্দিন আহমেদ।

সেপ্টেম্বর  ১৯.২০২১ at ১৭:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/লিরা/রারি