নিয়ন্ত্রণ হারিয়ে নদে পড়ে যায় প্রাইভেটকার নিহত ১

সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী প্রাইভেট তুরাগ নদে পড়ে যায়। চালকসহ তিনজনের মধ্যে দুইজন প্রাণে বাঁচলেও নিহত হয় একজন।

তাদেরকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনির হোসেন বলেন, প্রাইভেটকারটি ঢাকা থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিলো।

এ সময় চালকসহ তিনজন ছিলেন গাড়ির মধ্যে । টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাং এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায় যাত্রীবাহী প্রাইভেটকার। ভিতরে থাকা তিনজনের মধ্যে দুজন বের হতে পারলেও আটকা পড়ে এক জন।

আরো পড়ুন :
রূপগঞ্জে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনভীরের খাদ্য সামগ্রী বিতরণ
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পৌছে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত অপর দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ভোলা দাস নামের একজনের নাম জানা গেলেও আহত অপর দুইজনের নাম পরিচয় এখনো জানতে পারা যায় নি ।

সেপ্টেম্বর  ১৯.২০২১ at ১২:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সাহো/রারি