রাণীশংকৈলে ইএসডিও’র সাংস্কৃতিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় বেসরকারি সংস্থা ইএসডিও’র আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে সভায় উপজেলা শিল্পকলা একাডেমির আহবায়ক কমিটির সদস্য কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক বেতার শিল্পি প্রভাষক সুকুমার চন্দ্র মোদক, সংগীত বিদ্যালয় সহ-সম্পাদক বেতার শিল্পি প্রশান্ত কুমার বসাক ও জাকারিয়া হাবিব ডনসহ সংগীত বিদ্যালয়ের অন্যান্য সদস্য ও আদিবাসি সাংস্কৃতিক কর্মিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগতে পারবো : মোস্তাফিজ
সোনমকে অপমান, জবাব দিলেন অনিল

এ ছাড়াও সভায় ইএসডিও’র উপজেলা ম্যানেজার(প্রেমদীপ প্রকল্প) ও জেলা এডভোকেসি কর্মকর্তা সুজন খান উপস্থিত ছিলেন। বক্তারা আদিবাসিদের ও স্থানীয় সাংস্কৃতিক চর্চার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব রাখেন।

এইসাথে তারা উপজেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও কার্যক্রম চালুর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সভাপতি এ বিষয়ে ইউএনও’র সঙ্গে পরামর্শ সাপেক্ষে দ্রুত পদক্ষেপ নেযার আশ্বাস দেন।

সেপ্টেম্বর  ১৪.২০২১ at ১৭:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/রারি