ঘোড়াঘাটে জামায়াত-শিবিরের গোপন বৈঠক এক জেলা কর্ম পরিষদের সদস্য গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে জামায়াত-শিবিরের গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য ইসলামকে(৫২) গ্রেফতার করেছে থানা পুলিশ।

১১ সেপ্টেম্বর শনিবার ভোরে ঘোড়াঘাট পৌর সভার নুরজাহানপুর রাজবাড়ী এলাকার মৃত, ইসহাক আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।আটক জামায়াত নেতা পাশ্ববর্তী বিরামপুর উপজেলার চকপাড়া ঈদগাহ আবাসিক এলাকার বেলায়েত হোসেনের ছেলে। পুলিশ জানায়, ১১ সেপ্টেম্বর শনিবার রাতে ঘোড়াঘাট পৌর সভার মৃত, ইসহাক আলীর বাড়িতে জামায়াতে ইসলামীর ১৫-১৬ জন নেতা গোপন বৈঠক করছিল।

এমন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা টহল পুলিশ ভোরে নুরজাহানপুর গ্রামের চাঁন মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে কয়েকজন পালিয়ে যায়। পরে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ এ সময় জামায়াতে ইসলামীর কিছু বই, ডায়রী, ফর্ম,মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আবু হাসান কবির জানান, গোপন বৈঠকে তারা নাশকতা সৃষ্টি করে আসন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জাতীয় নির্বাচন বানচাল করে সরকার উৎখাত করার পরিকল্পনাসহ নতুন সদস্য সংগ্রহের বৈঠক করছিল।

গ্রেফতারকৃতের স্বীকারোক্তি অনুযায়ী ইসহাক আলীর পুত্র চাঁন মিয়াসহ ১৩ জন ও অজ্ঞাত নামা আরও বেশ কয়জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে সার্বভৌমত্বের প্রতি হুমকি সংঘঠনের প্রস্ততি গ্রহণের অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে আলামত হিসেবে জামায়াতে ইসলামীর কিছু বই, ডায়রী ফর্ম, মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরো পড়ুন :
শিক্ষাঙ্গনে ফিরছে প্রাণ
ফেসবুক, ইউটিউব থেকে কনটেন্ট সরানো কঠিন

আটক আসামীকে দিন ব্যাপী জিজ্ঞাসাবাদের পর ১১ সেপ্টেম্বর শনিবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সেপ্টেম্বর  ১২.২০২১ at ১১:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাউআমা/রারি