ঝালকাঠিতে বাবার নির্দেশে ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে দাদা বাড়ি বেড়াতে গিয়ে মো.সাজ্জিদ মৃধা (১৫) নামে এক কিশোর ছুরিকাঘাতে আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

দুপুরে উপজেলার কানুদাসকাঠি সাজ্জিদের দাদার বাড়িতে এ ঘটনা ঘটে। সাজ্জিদ ঐ এলাকার মো. মাইনুল মৃধার ছেলে। মায়ের অভিযোগ সাজ্জিদের বাবার নির্দেশেই এই ছুরিকাঘাত।

সাজ্জিদের মা শিরিন বেগম জানায়, সাজ্জিদের বাবা তাদের রেখে আবার বিবাহ করে পরিবার নিয়ে ঢাকায় থাকে। শিরিন বেগম তার ছেলে-মেয়ে নিয়ে পার্শবর্তী কাঁঠালিয়া উপজেলার ছিটকি এলাকায় তার বাবার বাড়িতে থাকেন। বৃহস্পতিবার সাজ্জিদ তার বোনকে নিয়ে কানুদাসকাঠি দাদার বাড়ি বেড়াতে যায়।

এ সময় সাজ্জিদের বাবার নির্দেশে সাজ্জিদের চাচা ছিদ্দিক মৃধার ছেলে সাইফুল মৃধা ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে সাজ্জিদের ভুড়ি বের হয়ে যায়। শিরিন বেগম খবর পেয়ে তার বাবার বাড়ি থেকে এসে সাজ্জিদকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে সাজ্জিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরো পড়ুন :
জামগ্রাম ইউপি চেয়ারম্যান কামালের শ্বশুরের মৃত্যুতে মোশাররফ হোসেন এম পি’র শোক প্রকাশ
ঠাকুরগাঁওয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী শরীফ স্কুলে ভর্তির দাবিতে বেছে নিয়েছে অনশনের পথ

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সেপ্টেম্বর  ১০.২০২১ at ১৫:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোনা/রারি