নৌকা থেকে পড়ে যমুনায় ডুবে ২ নারীর মৃত্যু

সিরাজগঞ্জে নৌকা থেকে পড়ে গিয়ে যমুনা নদীতে ডুবে মারা গেলেন দুই নারী যাত্রী। চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়অ দুইজন হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্য পাড়ার জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)।

এ ঘটনায় খুড়মা মধ্য পাড়ার জাহিদ হোসেন (৮), সুফি বেগম (৫০), হেলেনা খাতুন (৩০) ও ছেলে ইয়াসিন (৬) এবং সাত্তার (৬০) নিখোঁজ রয়েছেন।

এনায়েতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাকির হোসেন মোল্লা জানান, জামালপুর থেকে বাঁশ পরিবহনকারী একটি নৌকায় যাত্রী নিয়ে আসার পথে এনায়েতপুর স্পার এলাকায় নৌকা থেকে বেশ কয়েকজন হঠাৎ পড়ে যান। সাঁতার জানায় কয়েকজন কুলে উঠতে পারলেও ৭ জন যাত্রী উঠতে পারেননি।

আরো পড়ুন :
নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগ, বিজিবির দাবী বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত
পার্লামেন্টারিয়ান এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

তিনি জানান, এদের মধ্যে দুইজন নারীর মরদেহ স্থানীয়রা উদ্ধার করেন। বাকী ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ডুবুরিদলও চেষ্টা করছে।

সেপ্টেম্বর  ১০.২০২১ at ১০:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সম/রারি