গাবতলীতে আগুনে পুড়ে বাড়ী ঘড় ছাই, আহত-১

গাবতলীতে বিদ্যুতের সটসার্কিটে থেকে আগুন লেগে বাড়ী ঘড় পুড়ে ছাই গাভীর মৃত্যেুসহ এক শিশুর আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানাগেছে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের সোনাপুর গ্রামের ওহেদ আলী মোল্লার ছেলে জহুরুল ইসলামের বাড়ীতে গত বুধবার দিবাগত গভীর রাতে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়।

নিমিষে গোটা বাড়ীতে আগুন ধরে যায়। বাড়ীর লোক জনের চিৎকারে গ্রামের লোকজন আগুন নিভাতে সক্ষম হয়। এতে একটি বাড়ীর ৪টি ঘড় ও ঘরের ভিতরের সকল আসবাপত্র পুরে ছাই হয়ে যায়। গোয়াল ঘরের থাকা একটি ৭০ হাজার টাকার মুল্যের গাভী মারা যায় এবং আগুনে পুড়ে আকাশ নামের ১৬ বছরের এক যুবক আহত হলে তাকে গাবতলী হাসপাতালে চিকিৎসা করা হয়।

আরো পড়ুন :
পেকুয়ার টইটং হিরাবুনিয়া পাড়া সড়কের বেহাল দর্শা
নড়াইলে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

এ বিষয়ে বাড়ীর ক্ষতিগ্রস্থরা জানায় আগুনে পুড়ে নগদ টাকাসহ ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিস লোকজন ঘটনার পরির্দশন করেছে।

সেপ্টেম্বর  ০৯.২০২১ at ১৬:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আই/রারি