ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষ্যে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সাথে শাহাদাৎ বরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে চলমান করোনামহামারী জনিত পরিস্থিতি মোকাবেলায় সরকারের সহায়ক হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক উহার সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের সকল সরকারি হাসপাতাল সমূহে মোট ৫০০টি অক্সিজেন সিলিন্ডার অনুদান হিসেবে প্রদানের সিদ্ধান্ত গ্রহন করে।

আরো পড়ুন :
পাটগ্রাম উপজেলা ছাত্রলীগ সম্পাদকের ব্যক্তিগত অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ
ভালো নেই ঘোড়াঘাটের মৃৎশিল্পের কারিগররা

তারই সূত্র ধরে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক ১ টি অক্সিজেন সিলিন্ডার অনুদান হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সহকারী রিয়াজুল আলম সরদারের নিকট প্রদান করা হয়েছে। অক্সিজেন সিলিন্ডারটি প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর  ০৭.২০২১ at ১৯:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বিমি/রারি