সাভারে বাসস্ট্যান্ডে “টানা পার্টির ও ছিনতাইকারী উপদ্রব

ঢাকার সাভার বাসস্ট্যান্ডে “টানা পার্টি” নামে ছিনতাইকারী দলের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। এসব দুর্বৃত্তদের খপ্পরে পরে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীরা। এ পর্যন্ত টানা পার্টির প্রায় অনেক জন ছিনতাইকারী কে পুলিশ গ্রেফতার করলেও কমেনি এদের উৎপাত।

ভুক্তভোগীরা জানান, সাভার বাসস্ট্যান্ডের পুরাতন ওভার ব্রীজ, নতুন ওভার ব্রীজ, সিটি সেন্টার, রাজ্জাক প্লাজা, চৌরঙ্গী, অন্ধ মার্কেট, নিউ মার্কেট ও রানাপ্লাজার সামনে উৎ পেতে বসে থাকে টানা পার্টির সদস্যরা। যানবাহনের জানালার কাছে বসে থাকা যাত্রী ও সাধারণ পথচারীদের মূল্যবান জিনিস এবং স্বর্ণালংকার টেনে নিয়ে চম্পট দেয় এরা। মহিলাদের কানের দুল ছিনতাই করতে গিয়ে অনেকের কান পর্যন্ত ছিড়ে নেয় এই সব ছিনতাইকারীরা। এতে সর্ব শান্ত হচ্ছে সাধারণ জনগণ।

আরো পড়ুন:
সরকারি কলেজে কর্মরতা, বেসরকারী কর্মচারীদের চাকুরী সরকারী করার দাবীতে সংবাদ সম্মেলন
যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে পুড়িয়ে হত্যা

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মাইনুল ইসলাম কে জিজ্ঞেস করলে তিনি প্রতিবেদককে বলেন, আপনি বললে ও আমি আমার কাজ চালিয়ে যাবো না বললেও চালিয়ে যাব।

তবে বিভিন্ন সময় পুলিশ এদের গ্রেফতার করলেও প্রকাশ্যেই টানা পার্টির অভিনব ছিনতাই অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

সেপ্টেম্বর ০৩.২০২১ at ১৪:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সহ/জআ