ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের উদ্যোগে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চর অঞ্চলে পিছিয়ে পড়া মানুষের মাঝে বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন কাজ করে দিচ্ছেন সেচ্ছাসেবী সংগঠন ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের তরুণ সেচ্ছাসেবকরা।

১ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের গেটের বাজার এলাকায় ফাঁকা জায়গায় সংগঠনটির তরফ থেকে ২০তম দিনের মত বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কর্মসূচি বাস্তবায়ন করতে দেখা গেছে।

সংগঠনটির সেচ্ছাসেবকদের সহযোগিতায় শুধুমাত্র ভোটার আইডি কার্ড আর ব্যবহৃত মোবাইল ফোন সাথে নিয়ে এসে সহজেই টিকা গ্রহনের নিবন্ধন করতে পারায় খুশি টিকা প্রত্যাশীরা।

আরো পড়ুন :
গাজীপুরে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্যসম্মত নিরাপদ নগর পরিচিতি ও অবহিকরণ সভা অনুষ্ঠিত
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে কাজিপুরে আলোচনা সভা

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যকারী সদস্য আসাদুজ্জামান আরিফ, মেহেদী হাসান, সুমন মিয়া,শরিফ প্রমুখ।

সেপ্টেম্বর  ০১.২০২১ at ২০:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বিমি/রারি