যশোরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় বৃক্ষরোপণ করেন মিন্টু

যশোরের রামনগর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বৃক্ষরোপন করা হয়েছে। তার আগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) সদর উপজেলা বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের নেতাকর্মীরা কুয়াদা ফাজিল মাদ্রাসা মাঠে এ আয়োজন করেন।

সমগ্র আয়োজনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু।

আরো পড়ুন:
রাজশাহীর পুঠিয়ায় স্ত্রীকে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেফতার
ঝিকরগাছায় কৃষকের লাশ উদ্ধার

আয়োজক সংগঠনের সদরের প্রচার সম্পাদক আব্দুস সোবহান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, অধ্যক্ষ জসিম উদ্দিন, জেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক তৌহিদুর রহমান শাহীন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সহ-সভাপতি মাহামুদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছার আলী, সাংগঠনিক সম্পাদক ও নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক নূর ইসলাম আলো, যুবলীগ নেতা জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সোহেল রানা প্রমুখ। আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ বিতরণ শেষে কুয়াদা ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেদী হাসান মিন্টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহীদের আত্মার শান্তি কামনায় বৃক্ষরোপণ করেন।

আগস্ট ৩১.২০২১ at ২০:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/জআ