নাজপুরে যানবাহনের হাইড্রোলিক হর্ণ ও শব্দ দূষণের মোবাইল কোর্ট পরিচালনা শুরু

যানবাহনের হাইড্রোলিক হর্ণ ও যত্রতত্র উচ্চ শব্দে মাইকিং-এ হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণের ফলে শ্রবণশক্তি হ্রাস ও স্থায়ীভাবে নষ্ট হয়, হদরোগসহ মস্তিস্ক বিকৃতি ঘটে এবং দেখা দেয় নানান শারীরিক সমস্যা হয়।

এই শব্দ দূষণরোধে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমুলক প্রকল্প এর আওতায় সম্প্রতি দিনাজপুর সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আরো পড়ুন:
শিক্ষণ বিনিময় সভা অনুষ্ঠিত
শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগ সমর্থিত  দু’গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত

দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মতুর্জা  আল মুঈদ-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চালিয়ে সদর উপজেলায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা- ২০০৬ এর বিধান লংঘনের দায়ে ১২টি গাড়ীকে ৩ হাজার ৮০০ আটশত টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অহেতুক হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরী থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ঠদের মাঝে প্রচারনা  চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিষ্ট এ কে এম  ছামিউল আলম কুরসী ও জুনিয়র কেমিষ্ট মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আগস্ট ৩১.২০২১ at ১৯:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মআহ/জআ