কিশোরগঞ্জের তাড়াইলে শ্লীতাহানীর মামলায় আটক ১

ছবি : প্রতিকি

কিশোরগঞ্জের তাড়াইলে শ্লীতাহানীর মামলায় হানিফ মিয়া (১৪) নামে এক কিশোরকে আটক করেছে তাড়াইল থানা পুলিশ।

ওই ঘটনায় ২৯ শে আগস্ট রাতে যুবতীর মা বাদী হয়ে তাড়াইল থানায় একটা মামলা রুজু করেছে। থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ১০, ধারায় অভিযুক্ত হানিফকে রাতেই আটক করে থানায় নিয়ে আসা হয়।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, উপজেলার সেকান্দর নগর সাইলার গুচ্ছগ্রামের বাসিন্দা আজিজুল হকের ছেলে হানিফ মিয়া। হানিফ একই এলাকার এক যুবতীকে গত ২৪ আগস্ট বেলা ২টার দিকে ফুসলিয়ে জনৈক হাবুল মিয়ার ঘরের পিছনে ফাঁকা জায়গায় নিয়ে যায়।যুবতীর ইচ্ছার বিরুদ্ধে হানিফ তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিলে যুবতীর ডাক চিৎকারে সে পালিয়ে যায়।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকারের কাছে ঘটনার সত্যতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেকান্দরনগর গুচ্ছ গ্রামের এক যুবতীকে শ্লীতাহানীর অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করেছে। ঐ তারিখেই অভিযুক্ত হানিফ মিয়াকে আটক করা হয়েছে। সোমবার (৩০ শে আগস্ট) দুপুরে আসামীকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আগস্ট ৩০.২০২১ at ১৯:১৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শই/জআ