ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ঘর পুড়ে ছাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ভয়াভহ অগ্নিকান্ডে একটি পরিবারের টিনসেট ঘরসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিমফুলমতি এলাকার ধীরেন্দ্র নাথ রায়ের বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান,সকালের রান্না শেষে রান্না ঘর থেকে হাঁড়ি কান্তি শোয়ার ঘরের খড়ির উপর রাখলে গরম হাঁড়ি কান্তির সাথে আংড়া থাকায় অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে মূহুর্তে মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে একটি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, কৃষক ধীরেন্দ্র নাথ রায়ের একটি ঘর মুহুতের মধ্যেই পুড়ে যায়। এ সময় তার ঘরে থাকা ৪ মন ধান, বিভিন্ন ধরণের আসবাবপত্র,কাপড়-চোপড়সহ এতে প্রায় ৩০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়।

আরো পড়ুন:
উপজেলা প্রানী সম্পদের দেওয়া ওষুধ খেয়ে ১১টি ভেড়ার মৃত্যু
হোসেনি দালান ইমামবাড়ায় মহররমের শোক মিছিল

পশ্চিমফুলমতি ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষক ধীরেন্দ্র নাথের একটি বসত ঘর মুহুতের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, ক্ষতিগ্রস্থ পরিবারটিতে সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

আগস্ট ২০.২০২১ at ১৬:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বম/ জআ