ঢাবির সাত কলেজের পরীক্ষা শুরু পহেলা সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার সরকারি ৭ কলেজের স্হগিত পরীক্ষাগুলো স্বাস্হ্য বিধি মেনে আগামী ১ সেপ্টেম্বর হতে সশরীরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ফেইসবুক ষ্ট‍্যাটাসে জানিয়েছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ‍্যক্ষ অধ‍্যাপক আই কে সেলিম উল্ল‍্যাহ খন্দকার। এছাড়া ফরম ফিলাপ হয়েছে এমন পরীক্ষাগুলোর রুটিনও ২/৩ দিনের মধ‍্যে ঘোষণা হবে। যত দ্রুত সম্ভব সব পরীক্ষা শেষ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের আগেই নেয়া সিদ্ধান্ত মোতাবেক ৪ ঘন্টার পরীক্ষা ২ ঘন্টায় নেয়া হবে। ১ম ও ২য় বর্ষে যারা ৩ বিষয়ে ফেল করেছে, তাদের শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণিতে উর্ত্তীর্ণ করার সিদ্ধান্ত হয়। আগামী রবিবার ৭ কলেজের শিক্ষার্থীদের তালিকা টিকার জন্য ঢাকা বিশ্ববিদìলয়ের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন:
৪ মাস ১৯ দিন পর পর্যটকের পদভারে মুখর হবে পর্যটন ও বিনোদন কেন্দ্র
“তবুও প্রতীক্ষা”

এর আগে গত ১৪ আগস্ট সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে ৭ কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার, ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ সাবিকুন নাহার দেখা করেন। ওইদিন মন্ত্রী দ্রুত পরীক্ষা ও টিকার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়কের সঙ্গে কথা বলেন। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ২ টায় প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামালের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষরা, সংশ্লিষ্ট ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রকের এক সভায় সিদ্ধান্তগুলো হয়।

আগষ্ট ১৯.২০২১ at ১১:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জআ