করোনায় সাংসদ বাদশার বাবা মুহা. শাহজাহানের মৃত্যু, বিকেলে দাফন

সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশার বাবা শাহজাহান আলী। ফাইল ফটো

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ. কা. ম সরওয়ার জাহান বাদশার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মুহা. শাহজাহান করোনায় মৃত্যুবরণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়ে এবং নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (১ আগস্ট) বিকেলে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সাংসদ বাদশার বাবা আলহাজ মুহা. শাহজাহান করোনায় আক্রান্ত হয়ে বেশকিছু ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। তাকে সেখানকার আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্ট দেয়ার কিছুক্ষণের মধ্যে বিএসএমএমইউয়ের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তিযুদ্ধের সংগঠক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সাবেক শিক্ষা কর্মকর্তা আলহাজ মুহা. শাহজাহান দৌলতপুরের সাংস্কৃতিক জাগরণে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। আদর্শবান এই শিক্ষক কুষ্টিয়া অঞ্চলে স্কাউটসের অন্যতম পুরোধা ছিলেন। এ অঞ্চলের ব্যাডেন পাওয়েল হিসেবেও অনেকের কাছে পরিচিতি রয়েছে তার। তার অপর দুই ছেলের একজন যুক্তরাজ্যে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন আরেকজন সেনাবাহিনীর কর্নেল পদে কর্মরত রয়েছেন।

শনিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই গুণী শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে তার মরদেহ উপজেলার ফিলিপনগরের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের মানুষ সেখানে সমবেত হন। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, এমপি তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তুি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাদ আসর দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর ফুটবল মাঠে বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মুহা. শাহজাহানের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য আ. কা. ম সরওয়ার জাহান বাদশাহ্ নিজেও করোনা আক্রান্ত হলেও এখন সুস্থ রয়েছেন। তিনি জানাজায় অংশগ্রহণকারী সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে বাবার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।