গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২০

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় শনিবার করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ২০ জন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ৩, সদরে ১, ফুলছড়িতে ২, সুন্দরগঞ্জে ৮, সাঘাটায় ১, পলাশবাড়ীতে ২ ও সাদুল্যাপুর উপজেলায় ৩ জন।

করোনায় মৃত তৌহিদুল ইসলামের (৭০) বাড়ি পলাশবাড়ি উপজেলায়। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন।

এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০০ জন। এরমধ্যে ৩৫ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১১ হাজার ৫০৪ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে।

আরো পড়ুন :
প্রাথমিকের ছুটিও বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত
খ্যাত কবির বিন সামাদের বিরুদ্ধে ইট ছিনতাইয়ের অভিযোগ

এছাড়া জেলায় করোনায় শনাক্ত ৩ হাজার ৮০০ জনের মধ্যে ২ হাজার ৬৩৬ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।

জুলাই ৩১.২০২১ at ১৫:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর