পদ্মায় ফুটবল তুলতে গিয়ে দুই কলেজছাত্র নিখোঁজ

পদ্মায় নিখোঁজ দুই কলেজছাত্রকে উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা। ছবি: দেশ দর্পণ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলে আনতে গিয়ে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। তিনজনের একজনকে উদ্ধার করা হলেও অপর দুজন এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় তারা নিখোঁজের এ ঘটনা ঘটে।

জানা যায়, দৌলতপুর উপজেলার পিএম ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সামিরুল ইসলাম (১৮), দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী (১৯) ও একই বর্ষের শিক্ষার্থী কমল হোসেন কবিরাজ (১৯) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে ফুটবল নিয়ে খেলা করছিলেন। একপর্যায়ে বলটি নদীতে পড়ে যায়। এ সময় তিন বন্ধু ওই ফুটবল তুলে আনতে নদীতে নামেন। কিন্তু পদ্মার প্রচণ্ড স্রোতের তোড়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিস কর্মীরা পৌছানোর আগে পদ্মা নদীতে নিখোঁজদের উদ্ধারে স্থানীয় লোকজনের চেষ্টা। ছবি: দেশ দর্পণ

স্থানীয় লোকজন দূর থেকে তাদের নদীতে ভেসে যাওয়ার দৃশ্য দেখে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা থেকে ফারার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তারা নিখোঁজ তিন কলেজছাত্রের মধ্যে ফিলিপনগর গ্রামের শিমুল কবিরাজের ছেলে কমল কবিরাজকে উদ্ধার করেন। তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ অপর দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা অব্যাহত রয়েছে। এদের মধ্যে ইউসুফ আলী ফিলিপনগর গ্রামের বাবলু কবিরাজের ছেলে এবং সামিরুল ইসলাম একই গ্রামের কুমের প্রামাণিকের ছেলে। তাদের উদ্ধারের জন্য স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করে যাচ্ছেন। এদিকে নিখোঁজের তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো উদ্ধার না হওয়ায় তাদের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন।