ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় “আমরা গড়েয়াবাসী প্লাটফর্মে”র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী

সদর উপজেলার গড়েয়ায় “আমরা গড়েয়াবাসী প্লাটফর্ম” এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। সোমবার বিকেলে গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

“আমরা গড়েয়াবাসী প্লাটফর্ম” সংগঠনের আয়োজনে কর্মসূচীতে অংশ নেন, প্লাটফর্মের এ্যাডমিন হোমায়রা সুরভী, মডারেটর সানাউল ইসলাম নিশাত, উত্তম কুমার রায়, আজমাঈন ফাইক নিশান। সার্বিক সহযোগিতায় ছিলেন উজ্জ্বল, শরীফ, মাসুদ নাসিম, জসিম, তোজাম্মেল হকসহ স্থানীয় আরও অনেকে।

পরে গড়েয়া উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, বিভিন্ন মসজিদ, মন্ডপ, ইসকন, প্রাথমিক বিদ্যালয়, কাব, গোরস্থানসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সামনে ৩ শতাধিক গাছ রোপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
রামেক হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু
নাইক্ষ্যংছড়ি বিজিবির হতে ৯৫৮০ ইয়াবা একটি ডাম্পারসহ আটক-২
করোনায় একদিনে মৃত্যুর সব রেকর্ড ভাঙল

উল্লেখ্য যে, এর আগেও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়। সামনের দিনেও করোনা মোকাবেলায় ও স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে বড় পরিসরে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করা হবে বলে জানান সদস্যরা।

জুলাই ২৭.২০২১ at ১০:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/এসকে