ফুলবাড়ীতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। তিনি ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

১৯৩০ সালে ১ ফেব্রুয়ারি কুড়িগ্রামে নানার বাড়িতে জম্ম গ্রহন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আর ২০১৯ সালে ১৪ জুলাই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

এ উপলক্ষ্যে বুধবার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বড়ভিটা ইউনিয়নে দুপুর ২:০০টায় জাতীয় পার্টি অফিসে স্বাস্থ্যবিধি মেনেই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:
নয়ারহাটে ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
চাঁচড়ায় এমপি নাবিলের পক্ষে খাদ্য সামগ্রি দিলেন শ্রমিক নেতা পান্নু

এসময় জাতীয় পার্টির সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক আজিজার রহমান মাস্টার, সাবেক সভাপতি মজিদ সরদার ,হবিবর রহমান, মজিবর রহমান, প্রভাষক কামরুজ্জামান লাভলু,এনামুল হক বসুনিয়া, ডা: এনামুল কবির, মিজানুর রহমান এমদাদুল হক মাস্টার, নুরনবি ইসলাম, শাহানুর রহমান, আব্দুল জলিল ব‍্যাপারী প্রমূখ।

জুলাই,১৪.২০২১ at :০৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর