শৈলকূপায় দিনেদুপুরে গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির সময় মনজেল নামে একজন জনতার হাতে আটক

ঝিনাইদহের শৈলকূপায় দিনেদুপুরে গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির সময় মনজেল (১৯) নামে একজন আটক করেছে স্থানীয়রা। সোমবার তিনটার দিকে তাকে কবিরপুর সিটি কলেজ মোড় থেকে আটক করা হয়। আটককৃত মনজেল উপজেলার উমেদপুর ইউনিয়নের ষষ্ঠীবর গ্রামের মাহাবুব হাসান মিলন এর ছেলে।

স্থানীয়রা জানায়, এক সেনা সদস্য তার পালসার মোটরসাইকেলটি মেরামত করার জন্য কবিরপুর জামাল অটোতে নিয়ে যায়। মোটরসাইকেলটি মেরামত করে গ্যারেজের সামনে রাখলে সেখান থেকে মনজেল নামের ওই ছেলেটি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে ধাওয়া করেন। ধাওয়া করার একপর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় কবিরপুর সিটি কলেজের মোড় থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আরো পড়ুন:
আত্রাইয়ে পনেরশো পরিবার পেল প্রধান মন্ত্রীর উপহার
ঝিনাইদহে বাড়ছে অসম প্রেম বাল্য বিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার খেসারত

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় একজনকে আটক করে রাখে স্থানীয়রা পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

জুলাই,১২.২০২১ at ১৭:০৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর