অভিনন্দন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার জনাব কানিজ ফাতেমা লিজা

ঝিনাইদহ শৈলকূপায় নষ্ট মানের চাউল কর্মহীন মানুষের মাঝে বিতরণের জন্য খাদ্য গুদাম পাঠান। এই মানহীন চাল খবর দৈনিক যশোর পত্রিকায় রবিবার ১১ই জুলাই প্রকাশিত হলে ঝিনাইদহ শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) পঁচা চাল খাদ্য গুদামে ফেরত পাঠান।

ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় গত ০৭/০৭/২১ তারিখ ২য় দফায় প্রায় ০৫ শতাধিক মানুষের মাঝে ১০কেজি চাল বিতরনের দিন চালের মান খারাপ হওয়ায় Uno Shailkupa শৈলকুপা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদ আলী রিপন কে মুঠোফোনে চালের মান কেন খারাপ।

এ বিষয়ে প্রশ্ন করা হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় তাকে অফিসিয়ালি পত্র মারফত কারণ দর্শাতে এবং খারাপ চাল ফেরতপূর্বক ভাল চাল সরবরাহের জন্য নির্দেশনা প্রদান করা হয়। তিনি জানান পুনরায় মানবিক সহায়তা বিতরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো পড়ুন:
শিবচরে করোনায় নারীর মৃত্যু
যশোরে এমপি নাবিলের পক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের খাদ্য সামগ্রী বিতরণ

জনসাধারনের মাঝে শুনা যাই। পরিবর্তন হোক আপনার হাত ধরে শৈলকুপা পরিবর্তন হোক মাতৃভূমি।

জুলাই,১১.২০২১ at ১০:১৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর