এমপির তহবিলে ১ এক লক্ষ্য টাকা প্রদানের প্রতিশ্রুতি দিল

মহামারি করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হত দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ঘোড়াঘাট উপজেলা ডিশ সমবায় সমিতি। সমিতির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেন খন্দকার মোঃ রুহুলআমিন (মিঠু)।

সমিতির সভাপতি খন্দকার মোঃ রুহুলআমিন (মিঠু) বলেন,মহামারি করোনাভাইরাসকোভিড-১৯ দেশে ভয়াবহ অবস্থা ধারন করেছে। করোনায় আক্রান্ত হয়ে ্অনেক মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে অনেক হত দরিদ্র ও অসহায় রোগী টাকার অভাবে চিকিৎসা পারছেন না।

করোনোয় আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার জন্যদায়িত্ব নেওয়ার ঘোষণা দেন দিনাজপুর-৬ এর অভিভাবক এম.পি শিবলী সাদিক ।তিনি এই মহান দ্বায়িত্ব করোনার শুরু থেকেই পালন করে আসছেন। তার এই মহতি ব্যবস্থায় স্থানীয়ভাবে হত দরিদ্র ও অসহায় জনগণ উপকৃত হচ্ছেন।

আরো পড়ুন:
ডেল্টার চেয়েও ভয়ংকর করোনার নতুন ধরন ল্যাম্বডা, শনাক্ত ৩০ দেশে
৩৩৩ নম্বরে কল করলেই মিলছে খাদ্য সহায়তা

তার এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগীতার হাত দিয়ে ঘোড়াঘাট উপজেলা ডিস সমিতির পক্ষ হতে এমপি মহোদয়-এর তহবিলে ১ এক লক্ষ্য টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছি। এলাকায় যারা বিত্তশালী রয়েছেন তাদের এই ক্রান্তিকাল মুহুর্তে এগিয়ে আসা উচিৎ।

জুলাই,০৮.২০২১ at ১৬:২০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর