ঝিনাইদহ জেলা কার্যালয়ের বাজার তদারকি

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ০৭ জুলাই ২০২১ তারিখে ঝিনাইদহ জেলা কার্যালয় হতে ঝিনাইদহ সদর উপজেলায় বাজার তদারকি করা হয়।

এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাচা বাজার, ঔষধের দোকান ও জরুরি পরিষেবা ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে এবং জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হতে অনুরোধ করা হয়।

এসময় হাটগোপালপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ০৪টি প্রতিষ্ঠান কে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা পেতে সার্বক্ষণিকভাবে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করা হয়।

আরো পড়ুন:
দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প
ফাইনালে আর্জেন্টিনা

জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আজকের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন জনাব মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঝিনাইদহ। নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।