শিবগঞ্জে কঠোর লকডাউন ৩টি দোকানের জরিমানা

কঠোর লকডাউনের’ প্রথম দিনে বগুড়া শিবগঞ্জ উপজেলায় চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি। উপজেলা প্রবেশ পথগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের নজর দারী।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে লকডাউন সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে পাড়া-মহল্লা থেকে শুরু করে উপজেলার প্রধান সড়ক ও মোড়ে মোড়ে টহল দিচ্ছেন সেনা বাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। লক ডাউন চলাকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা উপজেলার পৌর এলাকার লক ডাউন চলাকালীন সময়ে দোকান খোলার অপরাধে ২টি দোকানের ১ হাজার টাকা করে জরিমানা করেন।

আরো পড়ুন:
চট্টগ্রামে নগরীর সব প্রবেশ পথে বসানো হয়েছে চেক পোস্ট
নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সব্বোর্চ ৫ জনের মৃত্যু

পরে উপজেলার কিচক বাজারে একটি সিমেন্ট এর দোকানে ৫শত টাকা জরিমানা করেন। কঠোর লক ডাউনে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার মহাস্থান, মোকামতলা, আমতলী, কিচক, গুজিয়া, বুড়িগঞ্জ, ময়দানহাটা, পিরব সহ কয়েকটি বন্দরে টহল দিতে দেখা গেছে।