নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সব্বোর্চ ৫ জনের মৃত্যু

নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সব্বোর্চ ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে। বৃহষ্পতিবার সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহষ্পতিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় র‌্যাপিট এন্টিজেন ২০৫ টেস্টের মধ্যে ৪৪জন ও আরটিপিসিআরের ১০৩ টেস্টের মধ্যে ৬৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে জেলায় একদিনে সব্বোর্চ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন উপজেলার ২জন, বদলগাছীর ১জন, রাণীনগররের ১জন ও আত্রাইয়ের ১জন।

আরো পড়ুন:
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কোটচাঁদপুরে সুন্দরী‌কে পিটিয়ে হাত ভাঙ্গলো এক বখাটে
কোটচাঁদপুরে করোনার উপসর্গে ফার্মেসী ব্যবসায়ীর মৃত্যু

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার বিবেচনায় শতকরা ৩৫ দশমিক ৭ শতাংশ। মোট আক্রান্ত ৪ হাজার ৬০০ জন। ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৫ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছে ৩ হাজার ২৪০ জন।