পটুয়াখালী কঠোর লকডাউনে বন্ধ দোকানপাট তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন।

সকাল থেকে বন্ধ রয়েছে জেলাসহ উপজেলা শহরের সকল দোকানপাট। বাজারে মানুষের তেমন উপস্থিতি লক্ষ করা যায়নি। তবে এখন পর্যন্ত উন্মুক্ত স্থানে স্থানান্তরিত করা হয়নি মাছ ও সবজি বাজার।

আরো পড়ুন:
দিনাজপুরে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে প্রশাসন কঠোর অবস্থান
লকডাউনের প্রথমদিনেই বাড়তি দামে মাছ, মাংস ও সবজি
চট্টগ্রামে নগরীর সব প্রবেশ পথে বসানো হয়েছে চেক পোস্ট

সকাল থেকে প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। বিনা কারনে বাইরে বের হলে করা হচ্ছে জরিমানা আদায়। বন্ধ রয়েছে বাসসহ সকল ধরনের ইঞ্জিনচালিত যানবাহন।