দিনাজপুরে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে প্রশাসন কঠোর অবস্থান

দিনাজপুরে কঠোর বিধিনিষেধে প্রশাসনের সকল বাহিনী মাঠে কাজ করছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট টহল দিচ্ছেন।

এদিকে বন্ধ রয়েছে সকল মার্কেট ও দোকান পাঠ ও ব্যবসা প্রতিষ্ঠান। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে যারা অপ্রয়োজনে বাইরে বের হচ্ছে ও অযথাই ঘোরাফেরা করছে তাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জরিমানা করছেন তাদের কে জরিমান করা হচ্ছে।

এদিকে কিছু জায়গায় গিয়ে দেখা গেছে মানুষজন বাসা থেকে বের হয়ে রাস্তায় অকারণে ঘোরা ফেরা করছে তারা সামাজিক ও শারীরিক দুরত্ব মানছেন না।

আরো পড়ুন:
লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ফুলবাড়ী উপজেলা প্রশাসন
কঠোর লকডাউনের প্রথম দিনে বদলগাছীতে বৃষ্টিপাত, ফাঁকা সড়ক

জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে এনিয়ে মোট মৃত্যু হয়েছে ১৭১ জনের। নমুনা পরীক্ষা হয়েছে ৩৯৫ জনের শনাক্ত হয়েছে ১৫১ জন। শনাক্তের হার ৩৮.২২ শতাংশ।