বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না: শ.ম রেজাউল করিম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।

আজ বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ খামারি মাঠ দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,আওয়ামী লীগের জন্ম আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাই বর্তমান সরকারকে আন্দোলনের ভয়ভীতি দেখিয়ে বিএনপির কোন লাভ নেই।

তিনি আরও বলেন, সারা দেশে লকডাউনে মহাসড়ক গুলোতে গো-খাদ্য বাহনকারী কোন ট্রাক আটক না করতে তিনি মহাসড়কে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

আরো পড়ুন:
নওগাঁয় বেলাল এর উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
কাজিপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খামারি দিবসের আলোচনা সভায় সারাদেশ থেকে আসা ১৫০ জন বিভিন্ন পর্যায়ের খামারী অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আজিজুর রহমান,বিএলআরআইএর মহাপরিচালক আব্দুল জলিলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।