ফুলবাড়িতে রঙিন ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

করোনাকালের একঘেয়েমি বন্দি সময় কাটাতে ও খেলা উপভোগ্য করে তুলতে তাই আয়োজন করা হয়েছিল ঘুড়ি ওড়ানোর উৎসব।

সোমবার (১৪জুন) বিকেলে কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই বাংলাবাজার সংলগ্ন হামিদ মেম্বার মোর গ্রামে রঙিন ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিন বড়লই বন্ধু মহলের উদ্যোগে জাঁকজমক আয়োজনে বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক নানা বয়সী মানুষ ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন।ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় ১ম মোঃদুলাল মিয়া, ২য় ইসমাইল ৩য় মাইদুল ইসলাম স্থান অধিকার করেন।

আরো পড়ুন:
জয়পুরহাটে জেলা পরিষদের বৃক্ষ রোপণ শুরু
ঝিনাইদহে ভাতিজার মাছের খামার ষড়যন্ত্র করে দখলের চেষ্টা চাচার

অনুষ্ঠানে অতিথিবৃন্দ এ আয়োজনকে আগামীতে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।খেলায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী দক্ষিণ বড়লই এর কৃতি সন্তান মাহবুব মিয়া , কাদের মিয়া,আজিজার,মকছেদুল,আলতাফ, মালেক,মকছেদুল পৃষ্ঠপোষকতায় মোজাম্মেল হক,নিরাসা,আশরাফুল, রব্বানী, শফিকুল প্রমুখ।

জুন ,১৫.২০২১ at ২১:০৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিএম/এসআর