করোনা প্রতিরোধে আজ থেকে ঝিকরগাছায় সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ

কোভিড-১৯ প্রতিরোধে যশোরের ঝিকরগাছায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এ বিধিনিষেধ কার্যকর করা হবে।

মঙ্গলবার দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে করোনা প্রতিরোধ কমিটির জরুরী এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান (কাঁচামাল ও মুদি) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

অন্যান্য সকল দোকানপাট বন্ধ থাকবে। হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে তবে কেউ বসে খেতে পারবেনা। বৈঠক থেকে আরো জানানো হয় মসজিদে ২০ জনের বেশি মুসল্লী নামাজ আদায় করতে পারবেনা।

আরো পড়ুন:
শ্বশুর বাড়ি গিয়ে গণধোলাইয়ের শিকার ইউপি মেম্বার
দিনাজপুর সদরে সাত দিনের লকডাউন শুরু

বৈঠকে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান। এসময় করোনা প্রতিরোধ কমিটির সদস্য ও মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুন ,১৫.২০২১ at ২০:৪২:২২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএ/এসআর