জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের ছোড়া কেমিকেলে ঝলসে গেল গৃহবধূর মুখ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছোড়া বিষাক্ত কেমিকেলে ঝলসে গেল জমিলা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মুখ।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতাল পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার অনন্তপুর গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও জমিলার স্বামী রহিম উদ্দিন জানান, প্রতিবেশী ভজু মুন্সির সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে তিনি বাজার থেকে বাড়ি ফেরার পথে ভজু মুন্সির ছেলে আমিনুল ইসলাম ও মানিক আটক করে প্রচন্ড মারধর করতে থাকলে তার চিৎকারে স্ত্রী জমিলা বেগম এগিয়ে আসলে তার মুখে বিষাক্ত কেমিকেল ছুড়ে মারে।

ফুলবাড়ী হাসপাতালের জরুরি মেডিকেল অফিসার তাসলিমা খাতুন জানান, তাৎক্ষণিকভাবে রোগীকে দেখে মনে হচ্ছে বিষাক্ত কেমিকেল ছুড়ে মারা হয়েছে। ফলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই দুই দিনে আটক ১৮ জন

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান ,বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।