পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের নেতাদের ওপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পুরান ঢাকায় দুই গ্রুপে বিভক্ত হয়ে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

বৃহস্পতিবার (৩ জুন) একটি মিছিল দুপুর ১২ টার দিকে রায়সাহেব বাজার মোড় শুরু করে ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হয়।

মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাওলাদার ইব্রাহিম কবির মিঠু, সালাউদ্দিন আহমেদ, আবিদ কামাল রুবেল, মেহেদী হাসান হিমেল, শাহাদাৎ হোসেন মিহির, নাহিদ চৌধুরী, মোঃ শাহরিয়ার হোসেন, আজিজ রহমান, জাহিদ ভুইয়া, মোবাইদুর, রিয়াদ সিফাতসহ ২০-২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে জবি ছাত্রদল নেতা (আহবায়ক পদপ্রার্থী) হিমেল বলেন, ছাত্রলীগের হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঐক্যবদ্ধ। এরই ধারাবাহিকতায় আমরা (জবি) ছাত্রদল আজ বিক্ষোভ মিছিল করেছি। জগন্নাথ ছাত্রদল মাঠে আছে, মাঠে থাকবে। সামনের দিনগুলোতেও এমন হামলার পালটা জবাব দেয়া হবে।

অপরদিকে বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অপর অংশ। মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুজন মোল্লা, মিলাদ ভুঁইয়া, ছাত্রনেতা আজিম চৌধুরী, তাহসান রেজা, ফিরোজ রিফাত, কাজী জিয়া উদ্দিন বাসিত, হোসেন আলী, সুমন সরদারসহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীরা এই হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি করেন। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ছাত্রদলের নেতারা।