দিনাজপুরে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত

“সোনালী আশেঁর সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হল রুমে দিনাজপুর পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আয়োজনে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার। এছাড়া অনুষ্ঠানে অনলাইনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন পাট অধিদপ্তর পরিচালক (যুগ্ন-সচিব) ঢাকা এসএম আরশাদ ইমাম।

আরো পড়ুন:
নাটোরে অন্তঃসত্তা গৃহবধূকে গলাকেটে হত্যা!

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস,এইচ,এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর সদর উপজেলার কৃষি অফিসার শাহ মুহাঃ শাখাওয়াত হোসেন, জেলা প্রশিক্ষন অফিসার ডিএই এস এম আবু বকর সাইফুল ইসলাম, বিএডিসির উপপরিচালক (বীজ বিপনন) মজহারুল ইসলাম, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোর্শারফ হোসেন, দিনাজপুর পাট উন্নয়ন কর্মকর্তা ও প্রশিক্ষন সমন্বয়কারী দিলীপ কুমার মালাকার, সহকারী প্রশিক্ষন সমন্বয়কারী নিলাম্বর বশাক। ১০০ জন কৃষককে প্রশিক্ষন শেষে সম্মানী ভাতা হিসেবে নগদ ৫০০ টাকা করে প্রতিজনকে দেয়া হয়। এছাড়াও কৃষকদের মাঝে ১টি করে চোটের ব্যাগ দেয়া হয়।