কোটচাঁদপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলার কুশনা ইউনিয়ন পরিষদ (অনুর্ধ্ব-১৭) একাদশ- ও পৌরসভা (অনুর্ধ্ব-১৭) একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ের মধ্যে পৌরসভা একাদশ ২-০ গোলে কুশনা ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি ও বিশেষ অতিথি পৌর মেয়র মোঃ শহিদুজ্জামান সেলিম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরো পড়ুন:
উপকূলে স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণে বাজেটে বরাদ্দ চাই
শৈলকুপায় গৃহবধূ গণ ধর্ষণের অভিযোগে আটক -২

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাজেদুর রহমান, কুশনা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান, প্যানেল মেয়র জাহিদুল ইসলাম, স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর সুব্রত বিশ্বাস, পৌর ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান সহ নানা শ্রেণী-পেশার ক্রীড়া ব্যাক্তিত্ব। খেলাটি পরিচালনা করেন, উপজেলার ক্রীড়া সংগঠক মোঃ রুস্তম কবির।