স্কুলের ঢালাই দুর্নীতি; ব্যবহৃত হয়েছিল রডের বদলে বাঁশের চটি

মাদারীপুরের কালকিনিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গনে ভেঙে পড়ার পরে নির্মাণ কাজের ঢালাইয়ের রডের পরিবর্তে ব্যাবহৃত বাঁশের চটি বের হয়ে এসেছে । ঘটনাটি ঘটেছে কালকিনি উপজেলার হোগলপাতিয়া গ্রামের হোগলপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে। ভাঙ্গন কবলিত স্কুলটির সিড়িসহ বিভিন্ন স্থানে ঢালাই ভেঙ্গে পড়ার পরে রডের পরিবর্তে এসব বাশেঁর চটি দেখে চটেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি সঠিক ভাবে ভবনটির কাজে রডের ব্যাবহার করলে এত দ্রুত স্কুলটি ভেঙ্গে পড়তো না। সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০২ সালের দিকে নির্মিত এ ভবনটির আগে আরও দুটি ভবন নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়া প্রায় অর্ধশত ঘর বাড়ি ভাঙ্গন কবলিত হয়েছে।বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের এ ভাঙন ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করতে স্থানীয়রা বেশ কয়েকবার উদ্যোগ নিলেও কাজে আসেনি তা।

আরও পড়ুন:
পার্বতীপুরে দিবালোকে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ২ লক্ষাধিক টাকা ছিনতাই
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে সশরীরে পরীক্ষা নেবে জবি

সর্বশেষ ৮হাজার বস্তা বালুু ফেলার কথা থাকলেও অল্প কিছু বালুর বস্তা ফেলে চলে গেছে ঠিকাদার। বর্তমানে শিশুদের শিক্ষা ও ভাঙনের হাত থেকে বাচঁতে আতঙ্কিত ভাবেই দিন কাটাচ্ছে নদী পাড়ের এসব স্থানীয়রা। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হলে ‘অভিযোগের সুষ্ঠুু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।’

মে ৩০, ২০২১ at ০৮:৪৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডিএইচ/এসআর