সিলেটে ঝুঁকিপূর্ন ভবনগুলোতে ব্যবস্থা নিচ্ছেন সিসিক মেয়র

সিলেটে ৫ বার ভূমিকম্পের ফলে দিন জুড়ে গোঠা সিলেট ছিল আতংকে। বিশেষ করে সিলেট নগরীর বিলাস বহুল বাড়িতে থাকা লোকজন ছিলেন মহা বিপাকে। এসব বাসা বিল্ডিংয়ের নেই কোন সিলেট সিসিকে অনুমোদন ঝুকিপুর্ণ অবস্থায় রয়েছে।

সিলেটে ভূমিকম্পনে এবার সিলেট সিটি নিয়েছে নানা গুরুত্বপূণ পদক্ষেপ। আর এ জন্য নগরীর বেশকিছু ভবন কয়েকবছর আগ থেকেই সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে রেখেছে। শনিবার (২৯ মে) নগরীতে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় আবারো আলোচনায় এসেছে সিসিকের তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে।

আরো পড়ুন:
৯০ হাজার টাকা নিয়ে স্বামী উধাও, ঝুলছিল স্ত্রীর লাশ!

এদিকে শনিবার (২৯ মে) বিকেলে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সিসিকের আগাম এক জরুরী বৈঠক অনুষ্টিত হয়। বৈঠক পরবর্তীতে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে শনিবার (২৯ মে) কিছুক্ষণ পরপর ভূমিকম্প হয়েছে। সেটিকে আমরা এলারমিং হিসেবে নিয়েছি। এছাড়া তিনি বলেন, আমরা একটি টিম গঠন করেছি।

ম্যাজিস্ট্রেট-পুলিশ নিয়ে ওই টিম (৩০ মে) রবিবার সকাল থেকে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করা হবে। যেগুলো রিমোভ করা যায় সেগুলো করা হবে। এসময় মেয়র আরো বলেন, যেসব জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে না সেগুলো চিহ্নিত করা হবে। অভিযানে মেয়র আরিফ নিজেও উপস্থিত থাকবেন বলে জানান।