বিরলে বাগানের লভ্যাংশ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান চেক বিতরণ করলেন নৌপরিবহন

দিনাজপুর বিরল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে সৃজিত বাগানের লভ্যাংশ বিতরণ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৯ মে ২০২১ শনিবার দিনাজপুরের বিরল উপজেলা প্রশাসন ও বিরল বন বিভাগ আয়োজিত বিরল উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে সৃজিত বাগানের লভ্যাংশ বিতরণ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

আরো পড়ুন:
লন্ডনে তারেক জিয়ার সাথে কোটচাঁদপুর বিএনপি’র ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমা কান্ত রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, বিরল উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার আলী পাটোয়ারী, উপকারভোগীর পক্ষে শফিউল আলম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল-মামুন। সঞ্চালনা করেন দিনাজপুর বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান। বন বিভাগের আওতায় ২৩৫ জনের মাঝে ১ কোটি ৮৮ লক্ষ টাকা এবং বিরল উপজেলার ৩শ ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ২২ লক্ষ টাকা বিতরণ করা হয়।