ফুলবাড়িতে কর্মহীন হওয়া ব্যক্তিদের প্রধানমন্ত্রী কতৃক প্রদেয় মানবিক সহয়তা প্রদান

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কোভিড ১৯ পরিস্থিতিতে কর্মহীন হওয়া পাঁচ শত জন ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রী কতৃক প্রদেয় মানবিক সহয়তা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমণের কারণে বর্তমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হওয়া ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে এ ত্রাণ প্রদান করা হয়। ফুলবাড়ী উপজেলার ত্রাণ ও পুনর্বাসন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কর্মহীন ব্যক্তিদের প্রত্যেক কে ১০ কেজি চাল, আড়াই কেজি আলু, আধা কেজি সোয়াবিন তেল, আধা কেজি লবণ ও ১ কেজি মসুর ডাল প্রদান করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ , ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

মে ০১, ২০২১ at ১৬:২৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিএম/এমআরএইস