ভূঞাপুরে আটককৃত বেকু ও ট্রাক মালিকদের সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অপরাধে র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৫টি বেকু ও ৪টি ট্রাক জব্দ করে‌ন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জব্দ করা ৫টি বেকু ও ৪টি ট্রাকের মালিকদের সাড়ে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইশরাত জাহান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইশরাত জাহান জানান, অবৈধ বালুর ঘাট থেকে জব্দকৃত বেকু ও ট্রাকের মালিকদের সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং আদায় করে সেগুলো ছেড়ে দেয়া হয়েছে‌।

উল্লেখ্য, এর আগে ২১ এপ্রিল উপজেলার জগৎপুরা এলাকায় র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে ১১জনকে ২০দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫টি বেকু ও ৪টি ট্রাক জব্দ করা হয়।

এপ্রিল ২৯, ২০২১ at ২১:০৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএইসএম/এমআরএইস