আরমানিটোলায় রাসায়নিক গুদামে ভয়বাহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ২১

রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমারিটোলার ৬ তলা একটি ভবনের নিচতলায় রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইডেন কলেজের এক শিক্ষার্থীসহ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৭ জন। এদের মধ্যে ৩ জন ফায়ারসার্ভিস কর্মী।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোর সোয়া ৩টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে পৌনে ৫টার দিকে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমারিটোলার ৬ তলা আবাসিক ভবনের নিচতলায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে যোগ হয় আরও ৪টি ইউনিট।

জানা গেছে, আরমানিটোলা মাঠের পশ্চিম পাশে মুসা মেনশনে আগুন লাগে। ভবনের নিচতলায় গুদাম দোতলা থেকে চারতালা পাচতালা পর্যন্ত লোকজন বসবাস করে। ভবনের ছাদে ‌কিছু লোক আটকা পড়ে।

এপ্রিল ২৩, ২০২১ at ১০:৩৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ভিকে/এমআরএইস