ফুলবাড়ী সীমান্তে কর্মহীন পরিবারের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব ও চলমান লগডাউন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার দুইশতাধিক কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন।

এ সময় উপস্থিত ছিলেন- লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইকবাল হোসেন, কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদুল হক , সহকারী শিক্ষক আলমগীর হোসেন, গোল্ডেন ফিউচার একাডেমির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব , ইউপির সদস্য রফিকুল ইসলাম , খলিলুর রহমান,আব্দুস সালাম, আবুল কালাম প্রমূখ।

এই দুর্যোগ পরিস্থিতিতে বিপাকে পড়া সীমান্ত বাসীদের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি সোলাবুটসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এপ্রিল ১২, ২০২১ at ১৫:৫৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিএম/এমআরএইস