ঘোড়াঘাটে আদিবাসী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ

দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী ৯৭টি পরিবারের মাঝে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর উন্নত জাতের ক্রস ব্রিড বকনা গরু, দানাদার খাদ্য ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছে। বিতরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

১০ই এপ্রিল শনিবার সকাল ১০ টায় ঘোড়াঘাট সরকারি কলেজ মাঠে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাাফিউল আলম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোঃ শাহিনুল আলম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, সিংড়া ইউপি চেয়ারমান আব্দুল মান্নান মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

ক্যাপশনঃ ঘোড়াঘাটে আদিবাসী ৯৭টি পরিবারের মাঝে গরু, দানাদার খাদ্য ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

এপ্রিল ১০, ২০২১ at ১৮:৪৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমইউএএম/এমআরএইস