ঘোড়াঘাটে করোনার দ্বিতীয় ডোজ শুরু

৮ এপ্রিল বৃহস্পতিবার ঘোড়াঘাট হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা নিয়ে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানসা। এর পর টিকা নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর নেওয়াজ আহমেদ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর নেওয়াজ আহমেদ জানান, কোভিড-১৯ সংক্রান্ত সুরক্ষা অ্যাপসের মাধ্যমে এ উপজেলায় প্রথম ডোজের জন্য নিবন্ধন করেছে ৪১৪৫ জন, এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন নারী পুরুষ সহ ৩ হাজার ৫০০ জন। সরকারের বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সামাজিক দূরত্ব মেনে দ্বিতীয় ডোজের টিকা নেন ২৬ জন।

তিনি আরো বলেন, জনগনের মাঝে কোভিড-১৯ টিকা গ্রহণের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে এ উপজেলায় ঘোড়াঘাট হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এ টিকাদান কার্যক্রম চলছে।

এপ্রিল ০৮, ২০২১ at ১৮:৪৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমইউএএম/এমআরএইস