আশুলিয়ায় (ইউপি) সদস্য ও স্থানীয় যুবলীগ কর্মীদের সংঘর্ষ

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও স্থানীয় যুবলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় এলাকার একটি মসজিদের মাইকে ‘ডাকাত ‘ঘোষণা দিয়ে এলাকাবাসীকে জড়ো করার চেষ্টার অভিযোগ উঠেছে।

সংঘর্ষে দুই পক্ষের একাধিক ব্যক্তি আহত হন, ভাঙচুর করা হয়েছে বেশ কিছু মোটরসাইকেল।

আশুলিয়ার ভাদাইল এলাকায় (২,মার্চ) মঙ্গবার সকাল ৯টার দিকে এই সংঘর্ষ হয় বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম।

আরো পড়ুন :
ঝিনাইদহে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত
অনিয়মে প্রশ্নবিদ্ধ পৌর ভোট, ইউপি নির্বাচনে থাকছে না বিএনপি

ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও স্থানীয় ইউপি সদস্য সাদেক ভূঁইয়ার মধ্যে বিরোধ ছিল। এর জেরে ০২ মার্চ মঙ্গলবার সকালে তাদের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে গোলাগুলির অভিযোগ উঠেছে।

ঘটনার পর ইউপি সদস্য সাদেকের ছেলে মনির ভুঁইয়াকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন, আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক।

সংঘর্ষ শুরুর কিছুক্ষণ পর পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও ভাঙচুর করা মোটরসাইকেলগুলো পিকআপ ভ্যানে করে নিয়ে যায়।

মার্চ ২, ২০২১ at১৬:৪৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএইস/এমএসএইস