নৌকার জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- বি এম মোজাম্মেল হক

আসন্ন পৌরসভা নির্বাচনে দলের স্বার্থে সকল পর্যায়ের নেতাকর্মিদের কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। দলের সভানেত্রী শেখ হাসিনার হাতে বিজয়ের ফল তুলে দিতে পারলেই আমরা স্বার্থক হবো। আওয়ামীলীগ এমন একটি রাজনৈতিক দল যেখানে একই পদের জন্য অনেকেই যোগ্য প্রার্থী থাকেন। কিন্ত যাচাই বাছাই করেই দল একজনকে মনোনিত করে থাকে। আর এখানে দলের মনোনিত প্রার্থী আশরাফুল আলম আশরাফ। তাকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জয়ী করতে হবে। দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাতে জয় তুলে দিতে পারলেই আমরা স্বার্থক।

মঙ্গলবার রাত ৮ টায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আশরাফুল আালম আশরাফের নৌকা প্রতিকের প্রচার সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ বিএম মোজাম্মেল হক উপরোক্ত কথাগুলো বলেন।

এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার,কেন্দ্রিয় যুবলীগের সাংগাঠনিক সম্পাদক সাবেক সাংসদ নবী নেওয়াজ, যশোর সদর আওয়ামীলের সভাপতি মুহিত নাথ, কোটচাদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, স্থানীয় আওয়ামীলীগের সিনিয়র নেতা ইসরাইল হোসেন, সাবেক সাংগাঠনিক সম্পাদক এ্যাড মতিয়ার রহমান মতি, এ সময় কেন্দ্রিয় নেত্রীবৃন্দ নৌকা প্রতিকের আশরাফুল আলম আশরাফকে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগসহ দলের সকল সহযোগী সংগঠনের উপজেলা,পৌর, ইউনিয়ন পর্যায়ের নেত্রীবৃন্দের হাতে তুলে দেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে ভোট ভিক্ষায় নিরলসভাবে কাজ করা আহবান জানান।

এর আগে নৌকা প্রতিকের শ্লোগানসহকারে বড় শোডাউন দিয়ে স্থানীয় ছাত্রলীগের নেত্রি মুমতারিন ফেরদৌস ডরিন, নাজমুল হাসান নাজিম, মনির হোসেন সুমন,আশিকুর রহমান সোহাগ, রিয়াজ মোল্যার নেতৃত্বে মেইন বাসস্ট্যান্ড থেকে বরন করে দলীয় কার্যালয়ে আনা হয়।

ফেব্রুয়ারি ২৩, ২০২১ at ২১:৪২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিএইবি/এমএসএইস